মোবাইল ফোনের সদব্যবহার ও কিশোরদের সন্ধ্যার পর ঘরের বাহিরে থাকা যাবে না এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাদক নির্মূলে অভিযান আরো জোরদার করতে হবে। বাল্য বিবাহ রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন, অভিভাবকদের সচেতনা বাড়াতে হবে।”
রোববার (১২ ডিসেম্বর)সকাল ১০ টায় ঝালকাঠি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী এসব কথা বলেন। তিনি আরো বলেন, কিশোরদের বেপরোয়া গতিতে বাইক চালানো নিয়ন্ত্রনে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে। ওমিক্রন ও কোভিড-১৯ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসন আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ ইউনুস আলী সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লতিফা জান্নাতি, জেলা শিক্ষা অফিসার মো: সিদ্দিকুর রহমান, সমাজসেবার উপ পরিচালক শাহপার পারভীন, ফ্যামিলি প্লানিং এর উপ পরিচালক পিয়ারা বেগম, নলছিটি উপজেলা চেয়ারম্যান মো: ছিদ্দিকুর রহমান, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর বাবু তরুন কর্মকার, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, বিটিভির জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমুসহ সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ। সভায় বিগত সভার রেজুলিউশন পাঠ করে শোনান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লতিফা জান্নাতি।