হবিগঞ্জের চুনারুঘাটে লালচান চা বাগানে বড় ভাইয়ের তালাবদ্ধ ঘর থেকে ছোট ভাই আশিষ বাউরী (৩২)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকেই বড় ভাই স্বপরিবারে পলাতক রয়েছে। তাদেরকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, জেলার চুনারুঘাট উপজেলার লালচান বাগানের দেবেন্দ্র বাউরীর বড় ছেলে নানকা বাউরীর তালাবদ্ধ ঘরে লাশের গন্ধ ভেসে আসে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে চুনারুঘাট থানা পুলিশ ঘরের তালাভেঙ্গে চেয়ারে বসা ছোট ভাই আশিস বাউরীর রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চুনারুঘাট থানার (ওসি) তদন্ত চম্পক ধাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ছুরতহাল রিপোর্ট তৈরী শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বড় ভাইকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত করছে।