সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে বরিশালে মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) বরিশাল সাইবার ট্রাইবুনালে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনবেস্টিগেশন ব্যুরো (পিআইবি)কে তদন্তের নির্দেশ দেন।
আদালতের বরাত দিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু জানান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি ব্যারিষ্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালের বিচারের দাবীতে বিরোধী দল বিএনপির পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সম্পাদক আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন।