কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চাকামইয়া ও টিয়াখালী ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চেয়ারম্যান প্রার্থীরা মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, শোডাউন এবং প্রতিদ্বন্ধী প্রার্থী ও তার সমর্থকদের সাথে উস্কানিমূলক, উচ্ছৃঙ্খল আচরন করার অভিযোগে চার চেয়ারম্যান প্রার্থীকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ। রোববার দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে এ নোটিশ প্রদান করা হয়।
নোটিশ প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন চাকামইয়া ইউনিয়নে হুমায়ুন কবির কেরামত (নৌকা) ও বিএনপি সমর্থিক স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান (ঘোড়া)। টিয়াখালী ইউনিয়নে সৈয়দ মশিউর রহমান (নৌকা) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লা(আনারস)।
চিঠি প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে তাদের জবাব না পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান। ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই দুই ইউনিয়নে গত দুদিনে এই চার প্রার্থী ও কমী ও সমর্থকদের মধ্যে কয়েকদফা সশস্ত্র হামলা, পাল্টা হামলা ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন প্রার্থী মজিবর রহমানসহ অন্তত ১০জন। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে।
ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে শোডাউনের অভিযোগে টিয়াখালী ইউনিয়নে নৌকা প্রতিকের এক সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমান ও মোটরসাইকেল শোভাযাত্রা করায আট মোটরসাইকেল চালককে ১১ হাজার পাঁচশ টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) জগৎবন্ধু মন্ডল এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।