ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ১নং ধর্মগড় ইউনিয়নের কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১১ ই ডিসেম্বর শনিবার বিকাল ৪ টার সময় কাউন্সিল বাজার মাদ্রাসা মাঠে ইউনিয়ন আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি জনাব মোঃ শহীদুল হক, সভাপতি উপজেলা আওয়ামী, গেস্ট অব অর্নার মো : মাজারুল ইসলাম সুজন সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাঁও জেলা, অনুষ্ঠান উদ্বোধকহিসাবে ছিলেন সেলিনা জাহান লিটা সহসভাপতি ঠাকুরগাঁও জেলা, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পবারুল ইসলাম সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা কৃষক লীগ, বিশেষ অতিথি, জনাব মো: তাজ উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী, আলহাজ্ব মো: মোস্তাফিজুর রহমান মেয়র রাণীশংকৈল পৌরসভা, মো: আব্দুর রহিম ভারপ্রাপ্ত সভাপতি রাণীশংকৈল উপজেলা কৃষক লীগ, মো: আবুল কাসেম নবনির্বাচিত চেয়ারম্যান ও ১ নং ধর্মগড় সভাপতি আওয়ামী লীগ, মো: শফিকুল ইসলাম মুকুল সাধারণ সম্পাদক ১নং ধর্মগড় আওয়ামী লীগ, বাবু দ্বিগেন চন্দ্র রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাণীশংকৈল উপজেলা কৃষক লীগ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষ করে দ্বিতীয় অধিবেশনে ১নং ধর্মগড় ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর পর ইউনিয়ন কৃষক লীগের কাউন্সিলরগন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। সভাপতি নির্বাচিত হন জনাব মো: নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: ওবায়দুর রহমান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জনাব মো: নজরুল ইসলাম। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্বিগেন চন্দ্র রায়।