বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর সভার উদ্যোগে বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উদযাপন, মুজিববর্ষ, মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় সান্তাহার পৌরসভার হলরুমে পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সভার সভাপতিত্বে করেন। প্রস্তুতিমুলক আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন জোয়ারদার, বীর মুক্তিযোদ্ধা ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, পৌর প্রকৌশলী রেজাউল করিম, সান্তাহার মডেল প্রেস ক্লাবের সভাপতি বুলবুল আহম্মেদ, উপ-পরিদর্শক আনহার হোসেন, সহকারী অধ্যাপক মাসুদ রানা, পৌর কাউন্সিলর হুমায়ুন করিব বাদশা, নজরুল ইসলাম, মমতাজ আলী, ওয়াহেদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আলাউদ্দিন, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।