মাদক নির্মূলে মাননীয় প্রধানমন্ত্রীর জিরোটলারেন্স নীতি বাস্তবায়নে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আব্দুস সবুর মন্ডল সম্প্রতি মাদক নিয়ন্ত্রনে নিজের জন্মভূমি গাইবান্ধা জেলায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের মতবিনিময় করেন।
এবং প্রশাসনকে মাদক নিয়ন্ত্রনে কার্যকরি পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।এ নির্দেশনায় গোবিন্দগঞ্জ উপজেলার দক্ষ সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শুরু করেন অভিযান।
চলমান এ মাদক বিরোধী চলমান অভিযানে আজ বৃহস্পতিবার বেলা১২টায় পৌরসভা ও বিকাল ৪টায় গুমানীগঞ্জ বিভিন্ন এলাকায় থেকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক বিক্রেতাও সেবনকারীসহ ৪(চার)জনকে আটক করে তাদেরকে মাদকের কুফল সম্পর্কে অবগত করে, মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করেন। গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের এই অভিযান অব্যাহত থাকবে।