পটুয়াখালী’র রাঙ্গাবালী উপজেলার ৩ ইউনিয়নের আসন্ন নির্বাচনে নৌকার বিদ্রোহী ৫ চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন শোভন এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মু. সাইদুজ্জামান মামুন খান দলীয় ভাবমূর্তি রক্ষার্থে শুক্রবার বিকালে তাদের বহিষ্কার করেন।
বহিষ্কারপ্রাপ্তরা হলেন- উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও যুবলীগ সভাপতি হুমায়ুন কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছোট বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য বেনজির আহম্মেদ (বাচ্চু), উপজেলা আওয়ামী লীগ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদ ও খলিলুর রহমান হাওলাদার এবং চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কাশেম মোল্লা।
জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র না পাওয়ায় দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে এ পাঁচজন নিজেদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। পরে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের দায়ে তাদেরকে উপজেলা আওয়ামী লীগ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। কিন্তু তারা কারণ দর্শানোর নোটিশটি এড়িয়ে যায় এবং নিজেদেরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বহাল রাখেন। ফলে দলীয় ভাবমূর্তি রক্ষায় তাদেরকে উপজেলা আওয়ামী লীগ থেকে পৃথক চিঠির মাধ্যমে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে রাঙ্গাবালী উপজেলার অন্তর্গত চারটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর।