ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তোড়জোড় চলছে। পরিবর্তনের কথা বলে কয়েকজন চেয়ারম্যান প্রার্থী এগিয়ে রয়েছেন। আর দুই মেয়াদে বহলি থাকাজন পরিবর্তনের কথা বলেই।
বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার দেয়া।চৌদ্দগ্রামের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা জনাব মুজিবুল হক মুজিব এমপির প্রতিটি অবদানকে দূর্নীতি ও দূ:শাসনে জড়িয়ে তাদের সুনাম সম্মান মর্যাদাকে সমপূর্ন ভাবে ভুলুন্ঠিত করে ও হম্বিতম্বি করে আবার ও হবার দিবাস্বপ্ন দেখছেন। এখন কথা – হলো। তাই শুধু পরিবর্তন নয়। দূর্নীতি দূ:শাসন নিমুর্ল জরুরী। দলের জন্য বিচ্ছিন্নতা কাটিয়ে হারানো গৌরব পুনরুদ্ধারের স্বার্থে হাইকমান্ড এবার আর ভুলকরবেন না বলেই বিশ্বাস।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় সোনার বাংলা