নৌকা প্রতীক থেকে বঞ্চীত হলেও নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ওই ইউনিয়নের আওয়ামীলিগের সভাপতি, আব্দুল বারী ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারনা চালাচ্ছেন।তিনি ইউনিয়নের প্রতিটি হাট,বাজার, রাস্তাঘাট, ওয়ার্ডে জনগনের কাছে ভোট চেয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। ইউনিয়ন বাসী তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন।
শনিবারে জনপ্রতিনিধিদের নিয়ে কাছিকাটা বাজারে ভোট সংগ্রহের সময় এক সাক্ষাতকারে বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবো এবং মশিন্দা ইউনিয়নবাসীকে এক মডেল ইউনিয়ন গড়ে উপহার দিবো বলে জানান তিনি । দীর্ঘ দিন যাবত ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতিত্ব করে আসছি কিন্তুু এই ইউনিয়নের কোন পরিবর্তন দেখতে পাইনি, তাই ইউনিয়নের প্রতিটি মানূষকে পরিবর্তন করতে চাই ও ইউনিয়নবাসীকে নতুন কিছু উপহার দিতে চাই। এই আশা ব্যাক্ত রেখে এক অঙ্গিকারে জুটি বেধে আমাকে আপনার মূল্যবান ভোটটি ভিক্ষা দিন।
জনসাধারন ও প্রার্থীর সমর্থকবৃন্দদের কাছ থেকে জানা যায়, নির্বাচনী প্রচার প্রচারনায় তারা ব্যাপক সাড়া পাচ্ছেন।প্রত্যাশার স্বপ্নই জ্বালাবে আলো এমন স্বপ্নের আশাবাদী জনগনের গনজোয়ার তার প্রতি দেখে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমরা সতন্ত্র প্রার্থী থেকেই শতভাগ জয়ের আসাবাদী। এই নির্বাচন যেন অবাদ সুষ্ঠু হয় এমন দাবি করেন তারা।