আসছে আগামী ২০,২১,২২ ডিসেম্বর রোজ সোম, মঙ্গল ও বুধবার প্রত্যহ বাদ আছর হইতে গভীর রাত পর্যন্ত ।
নারায়ণগঞ্জ, সোনারগাঁ বাড়ীমজলিস মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্র-ছাত্রীদের দস্তরবন্দী উপলক্ষে ঐতিহ্যবাহী মীর আব্বা রহ. কমপ্লেক্স ইদগা ময়দানে ইসলামী মহা সম্মেলন আয়োজন করা হয়েছে।
উক্ত মহাসম্মেলনে ২২শে ডিসেম্বর (বুধবার ) প্রধান অতিথি ও বিদায় মোনাজাত পরিচালনা করবেন, শাইখুল হাদিস, আমির তাহারিকে খতমে নবুওয়াত বাংলাদেশ, আল্লামা মুফতি ড. সৈয়দ এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী। মাহফিল উদ্বোধন করবেন, উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা-পরিচালক আলহাজ্ব, হাফেজ মীর মোঃ মোবারক হোসেন।
ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রথম দিন ২০শে ডিসেম্বর (সোমবার) প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, হযরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, খতিব মসজিদে আবু বক্কর ,উত্তর বাড্ডা ঢাকা বাংলাদেশ ও মোহনা টেলিভিশন, প্রধান অতিথি হিসেবে আগমন করবেন, আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম, সদস্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব আলহাজ্ব মোঃ এম এ হালিম, সভাপতি অত্র মাদ্রাসা।
দ্বিতীয় দিন ২১শে ডিসেম্বর রোজ (মঙ্গলবার) প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা গাজী মোঃ মহিবুল্লাহ সিদ্দিকী খতিব বায়তুল আমান জামে মসজিদ পল্লবী মিরপুর ১১ ঢাকা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৩, সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব আলহাজ্ব শামসুল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যান সোনারগাঁ উপজেলা, বিশেষ অতিথি, মোস্তাফিজুর রহমান মাসুম, সদস্য, নারায়ণগঞ্জ জেলা পরিষদ, জনাব আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, সভাপতি, সোনারগাঁ আওয়ামী যুবলীগ।
তৃতীয় দিন ২২ শে ডিসেম্বর (বুধবার) সমাপনী দিনে, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, আলহাজ্ব হাফেজ মুফতি দেলোয়ার হোসেন তাহেরপুরী, ঢাকা ও আলহাজ্ব হযরত মাওলানা আজিজ আল হাবিব সোনারগাঁ।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ লিয়াকত হোসেন খোকা,মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৩, সভাপতিত্ব করবেন, জনাব আলহাজ্ব আসাদুজ্জামান প্রধান,সহ- সভাপতি অত্র মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব, আলহাজ্ব শাহ মহাম্মদ শোহাগ রনি সাবেক সহ-সভাপতি জেলা ছাত্রলীগ।
উক্ত ইসলামী মহাসম্মেলনে দিন দরদি ইসলামপ্রিয় ভাই ও বোনদের উপস্থিত থেকে ইহকাল ও পরকালের কল্যাণ হাসিলের লক্ষ্যে উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোবারক হোসেন আহ্বান জানান।
বিশেষভাবে মহিলাদের জন্য সুব্যবস্থা রয়েছে বলে মা বোনদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।