মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছাত্রলীগের নেতা ইফরান আহমেদ ইমরান প্রধান বুধবার বিকেল ৪টায় সোনারগাঁ থানায় উপস্থিত হয়ে অভিযোগপত্র জমা দেন। তিনি জানিয়েছেন, ছাত্রলীগের পক্ষ থেকে এই আবেদন করেছেন তিনি।
সাম্প্রতিক সময়ে বিএনপির নেতা আলালের বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে অশালীন আক্রমণ করেন। পাশাপাশি ধর্মীয় রীতির প্রতি ইঙ্গিত করেও আপত্তিকর বক্তব্য রাখেন।
এখন দলটি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আলালের মন্তব্যের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।
অভিযোগপত্রে ইফরান আহমেদ ইমরান প্রধান বলেন, তার বন্ধু মাসুদ রানা তিনি বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের একটি বক্তব্য শোনেন, যেখানে আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তার মাসুদ রানা কুরুচিপূর্ণ সেই বক্তব্যের ভিডিওটি দেখেছেন।
অভিযোগপত্রে ইমরান উল্লেখ করেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আলালের ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের ভিডিও দেখতে পান। এটি সরকার ও দেশের জনগণের জন্য হেয়প্রতিপন্ন ও মানহানিকর বলে মনে করেন তিনি।
এই ঘটনার বিষয়ে ছাত্র সঙ্গে আলোচনা করে অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে বলেও উল্লেখ করেন ইমরান প্রধান।