গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনিুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুননেছা, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা বেগম, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভার) বশির আহম্মেদ, বাসুদেবপুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক রওনক জামান, উপজেলা দূর্নীতি দমন কমিটির সহসভাপতি গোলশান আরা বেগম প্রমুখ। সভায় বিশেষ অবদানের জন্য ৪ জন জয়িতাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।