Lআর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্তরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে মানবন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাদিকুর রহমান। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি একেএম রেজাউল হক পৌর প্যানেল মেয়র শহীদ আহম্মেদ, সনাকের সভাপতি প্রভাষক জহুরুল কাইয়ম সহ অন্যান্য কর্মকর্তা গণ।
বক্তারা বলেন, দুর্নীতি বিরুদ্ধে প্রধানমন্ত্রী ঘোষিত “কাউকে ছাড় দেওয়া হবেনা” এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। বক্তারা দুর্নীতি বিরুদ্ধে সাধারণ জনগণ, গণমাধ্যম ও বেসরকারি সংগঠনগুলোকে সোচ্চার ভুমিকা পালন করার আহবান জানান।