পটুয়াখালী জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে মহিপুর যুবলীগের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহাস্পতিবার শেষ বিকেলে থানা যুবলীগের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
যুবলীগের আহবায়ক এম এ মিজানুর রহমান বুলেট আকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব এ্যাড আরিফুজ্জামান রনি, যুগ্ম আহবায়ক এ্যাড. শহিদুল ইসলাম। প্রস্তুতি সভার সঞ্চালনা করেন থানা যুবলীগ আহবায়ক মাসুদ রানা।
এসময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান, মহিপুর থানা যুবলীগের সদস্য ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, থানা যুবলীগের সদস্য শহিদুল ইসলাম, মিজানুর রহমান বাচ্ছু, কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক ইসাহাক শেখ ও মহিপুর সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদৌস হাওলাদার, যুগ্ন-আহবায়ক শাহরিয়ার সুমন, ইব্রাহিম খান, মনির হাওলাদার, থানার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলন। উল্লেখ, আগামী ২০ ডিসেম্বর পটুয়াখালী জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে কাজী আবুল কাসেম স্টেডিয়াম মাঠে।