শুনেছো কি গভীর রাতে নিঃসঙ্গ রাজপথের
নিদারুণ হাহাকার?
অদৃশ্য এক জগদ্দল পাথর বুকে বসে চেপে তার।
দু’ধারের লাইটপোস্টের করুণ মোলায়েম আলো,
ছোট ছোট বৃক্ষসারির শাখাপ্রশাখা, ঘন পল্লবের
কুহকী আঁধারে কুহেলিকার মতো এক
জমাট নিসঃঙ্গতা।
রাত্রির নৈঃশব্দ্যের নিগূঢ় নিরলে
ফেলেছে করুণ ছায়া রাজপথের প্রশস্ত পাঁজরে।
নিঃসীম আকাশে আজ আধখানা চাঁদও নেই ঝুলে;
নিশ্চল থ্যাবড়ানো মেঘের আড়ালে
লুকিয়েছে তারারাও সব।
নিস্তব্ধ নিশুতি;
মানুষেরা বিভোরে নিষুপ্ত নিজ নিজ গৃহে।
শুধু বিস্তৃত বক্ষ পেতে এক বিরহীর সীমাহীন
ব্যথা নিয়ে, ব্যর্থ রাতের প্রহর গোনে
সাথীহারা রাজপথ।