দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে বিদ্যুৎতের ট্রান্সফমার মালামাল চুরির অভিযোগ।
শুক্রবার গভীর রাতে আঙ্গারপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাকেরহাট পান ধোয়ার ঘাট পন্ডিত পাড়ায় ৩ থকে ৪ সুতি রড বাধা ট্রান্সফমাটি পোল থেকে নামিয়ে ট্রান্সফমার (তেলমিটার) মালামাল চুরির ঘটনাটি ঘটেছে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বললে জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনকে ঘিরে আবারো শুরু হয়েছে এই দুর্ধর্ষ চুরি। এই পোলটি থেকে কয়েকবছর আগেও ট্রান্সফমাটি চুরি হয়েছিলো।আজ আবারো গভীর রাতে চুরি হলো।