ভেড়ামারা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সন্মাননা পেলেন কোদালিয়া পাড়া নিবাসী সিরাজুল ইসলাম এর সহধর্মিণী আলেয়া বেগম। আলেয়া বেগমের ৩ ছেলে ও ২ মেয়ে।
বড় ছেলে সামছুল হক আঁখি ইটালি প্রবাসী। মেজ ছেলে ডাঃ রফিকুল ইসলাম নয়ন সে একটি মেডিকেল কলেজের অধ্যাপক, ছোট ছেলে পল্লব বিএসসি ইঞ্জিনিয়ারি।
বড় মেয়ে শিরিনা আক্তার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আরেক মেয়ে সাবানা আক্তার বড়িয়া প্রাইমারি স্কুলের শিক্ষক। উল্লেখ মেজ ছেলে এবং ছোট ছেলের সহধর্মিণীগণও ডাক্তার।
সরকারের মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগভিত্তিক জয়িতা বাছাই কাজটি পরিচালিত হয়েছে। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আঁখি, নয়ন, পল্লবের মা কে ভেড়ামারা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সন্মাননা প্রদান করেছেন।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক বৃন্দদের এবং জয়িতা মা আলেয়া বেগম কে।