আপনাদের কাছে আমার খোলা চিঠি
আজ বাউল কবি সালাম সরকারের সহধর্মিণী একটি ভিডিও তে বলেছেন — সালাম সরকারের চিকিৎসার জন্য তিনি সালাম ভাই কে নিয়ে হসপিটালে গিয়েছিলেন- তাকে হাসপাতালে রেখে আসবেন কিন্তু দেখাশোনা করবার জন্য তার পাশে কাউকে না পেয়ে তাকে আবার বাড়ি নিয়ে এসে পরেছেন। আমার কথা হলো যেসমস্ত সারগেতরা পরিচয় দেন আমার উস্তাদ সালাম সরকার তারা আজ কোথায়? তাকে সাহায্যে সহযোগীতা করার মত কেহই নাই কেন? বাউল সমিতির কাউকে তো এখন পরযন্ত কোন উদ্যোগ নিতে দেখছি না। তাহলে কি ছালাম এর গান গেয়ে যারা পয়সা কামায় তাদের কি কোন দায়িত্ব নাই – তাহলে বাউল সালাম কি কারো জন্য কিছু করেন নাই? ময়মনসিংহ বাউল সমিতি নেত্রকোনা বাউল সমিতি কি করতেছে আমরা জানতে চাই? আমরা বাংলাদেশের সকল বাউল শিল্পীর কাছে বলবো আসুন আমরা একজনের বিপদে সবাই জাপিয়ে পরি- পরিশেষে হবিল সরকার এর মত সালামের সকল সাগরেদদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহবান করছি।