এ,জেড,এম উজ্জ্বল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৯ ডিসেম্বর কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে নারী ও শিশুর প্রতি সহিংসতাকে না বলি এ দাবিতে মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।
উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও ওসিসি’র আয়োজনে সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু প্রমুখ।
সভায় পাঁচ কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ জয়ীতাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাঁচ জয়ীতারা হলেন, রোকসানা পারভীন, শুভ্রা চক্রবর্তী, মোর্শেদা বেগম, মোসা: শেফালী বেগম, মোসা: সালমা বেগম।