হবিগঞ্জের নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে টোল প্লাজা থেকে ৩৫ কেজি গাঁজা ও গাড়িসহ ১জন পেশাদার মাদক কারবারি আটক। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০৮ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার পুলিশ ফাঁড়ি এসআই সফিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সমন্বয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন রোস্তমপুর টোলপ্লাজার সামনে ঢাকা টু সিলেট গামী হাইওয়ে রোডে অভিযান পরিচালনা করে ৩৫ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারী উত্তর বড় কাফন গ্রামের মোঃ আফতাব আলীর পুত্র শহিদ মিয়া (২৮) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার বাসিন্দা। শহিদ মিয়া (২৮) কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে পুলিশ মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।