দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার প্রথমে আপনার অধিকার, আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস -২০২১ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
পরে শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী ‘এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা পারভীন,খানসামা থানা তদন্ত অফিসার মোমিনুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।