বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকায় ০১ জন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট হেফাজতে রাখিয়া অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ০৮ ডিসেম্বর ২০২১ ইং তারিখ ২১১৫ ঘটিকায় বগুড়া জেলার আদমদীঘি থানাধীন সান্তাহার চাবাগানস্থ রিয়াজ ভ্যারাইটি ষ্টোর এর মুদির দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শিবলু হোসেন (৩৩), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-সান্তাহার চাবাগান, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া’কে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়ে র্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ সোহরাব হোসেন র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।