বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তিকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু, যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ হোসেন চন্দন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জামিল হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই সিদ্দীক, ছাত্রলীগ নেতা তৌফিকুর রহমান সোহাগ, মারুফ হাসান রবিনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।