পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারে কার্যালয়ে উপজেলা পুষ্টি সমন্বয়ন কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
সভায় আরো বক্তব্য রাখেন উপজলো পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,নিউট্রশন গর্ভামেন্ট এডভাইজার ইকো কো-অপারেশন অফিসার তাওফীকুল ইসলাম, লোকাল এডভাইজার আফরোজা বুলবুল ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা, পুষ্টি সমৃদ্ধ উপজেলা বাস্তবায়নের কর্মপরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নের জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন।