বাগেরহাটের ফকিরহাট শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের (এসএমসি) সভাপতি মনোনিত হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম। সরাসরি ভোটে নির্বাচিত ৫ সদস্যের প্রস্তাবে মঙ্গলবার (৭ ডিসেম্বর) নির্বাচিত তাকে বিদ্যালয়ের সভাপতি মনোনিত করা হয়।
ফকিরহাট ইউনিয়নের প্রান কেন্দ্র অবস্হিত শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নির্বাচন সুন্দর পরিবেশে এবং সুষ্ঠু নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য ফকিরহাট উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জনাব ইমরুল ভাইয়ের ভূমিকা ছিল অপরিসীম প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতা এবং কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে দিকে নজর দারি করেন
উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ইউএনও সানজিদা বেগম ছাড়াও এসএমসি নির্বাচনের প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনে অভিভাবকদের ভোটে বিজয়ী অন্যান্য সদস্যরা হলেন শেখ আরিফুল হাসান, মো. মিজানুর রহমান, ফকির মো. আইয়ুব আলী, শেখ এনামুল হক ও সংরক্ষিত মহিলা অভিভাবক পদে তানিয়া বেগম।
ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সভাপতি ইউ এন ও সানজিদা বেগম ( ম্যাডাম) সহ এস এম সি নির্বাচনে বিজয়ী সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়