কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার১০ নং বাতিসা ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার প্রার্থী মার্কা পেয়ে আনন্দ করেন বসন্তপুর ও কালিকাপুর ও দেবীপুর ও সোনাপুর ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বারপ্রার্থী ও এলাকায় নয়নের মনি আমাদের সুপরিচিত। গরীব দুঃখী মানুষের পাশে দাড়ানো ব্যক্তি জনাবা মোসাৎ পুষপ বেগম বই মার্কা পেয়ে অনেক খুশি।তিনি বলেন এই এলাকাগুলোকে মাদক মুক্ত রাখবেন। তিনি আরো বলেন আমি এলাকার উন্নয়ন করবো। আরোও মার্কা পেয়ে খুশি হলেন সাধারণ জনগণ বলেন আমরা আগে মেম্বারদের কাছে কিছু পাইনি।আশা করি এই মেম্বার দিয়ে কিছু পাবো। এদের সাথেই আনন্দ করেন ১০নং বাতিসা ইউনিয়ন পরিষদের বতর্মান চেয়ারম্যানপ্রার্থী জনাব কাজী ফখরুল আলম ফরহাদ ভাই।আরো ও সাথেই খুশি হলেন ১০নং বাতিসা ইউনিয়ন পরিষদের বতর্মান মেম্বার প্রার্থী জনাব আরিফুর রহমান সাহেব।আরো খুশি হলেন বসন্তপুর ফাউন্ডেশন এর সদস্য মো ফয়সাল। মো মহিনউদ্দিন।মো স্বপন। মো হারুন।মো রবিউল আলম। মো রিয়াজ। আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।