জননেত্রী শেখ হাসিনা ও ঝিনাইদহ ১ আসনের এমপি মহোদয় আব্দুল হাই এর মাধ্যমে শৈলকুপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের নৌকার মাঝি হয়েছেন ফিরোজ আহম্মেদ।
ফিরোজ আহম্মেদ নৌকা প্রতিকে মনোনিত হওয়ার কারনে সে তার এলাকাবাসী বা তার ইউনিয়নের সকল নাগরিকের কাছে দোয়া ও সমর্থন প্রাথী।
তিনি তার নিজ এলাকাতে একটা আলোচনা সভা বা দোয়ার মাহফিলের আয়োজন করেন।সেখানে তিনি বলেন দল মত বাদ দিয়ে সবাই নৌকাতে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করো।আমি তোমাদের সকল কাজে সহযোগিতা করবো।
একটা উক্তিতে আছে( তুমি আমাকে একটা শিক্ষিত মা উপহার দাও আমি তোমাকে একটি জাতি উপহার দেব) তিনি এর প্রেক্ষিতে বলেন তোমারা আমার নৌকাতে ভোট দিয়ে জয়যুক্ত করো আমি ৫ টা বছর তোমাদের সাথে থেকে ইউনিয়নের উন্নয়নে কাজ করবো।তার বক্তব্য এমন ছিলো যে আমরা সবাই মানুষ আমাদের একদিন পরপারে যেতে হবে, আমি সেই মোতাবেক কথা দিলাম যে আমি যদি নির্বাচিত হয় তবে আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকবো এবং সকল সহযোগিতা মূলক কাজে এগিয়ে যাব।
জনগনের বক্তব্য এমন ছিলো যে আমাদের গ্রামে একটা হাসপাতাল বা কমিউনিটিক এর প্রয়োজন,একটা ভালো সড়ক ব্যবস্থার প্রয়োজন,একটা খেলার মাঠের প্রয়োজন, আর সব থেকে বেশি যেটা সমস্যা হয় দ্বন্দ,মারামারি এটা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।এছাড়াও জনগনের কাছ থেকে অনেক বক্তব্য পেশ করেন এলাকাবাসী।
ফিরোজ আহম্মেদ সকলের কথা শুনে বুঝে কথা দিয়েছেন নির্বাচিত হয়ে সকল কাজে তিনি সহযোগিতা করবেন।
শুধু আগামি নির্বাচনে আগামি ৫ জানুয়ারি ২০২২ শে নৌকাতে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।