দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৫ প্রার্থী ও জাতীয় পার্টি মনোনীত ২ প্রার্থী ছাড়াও ২৬ জন স্বতন্ত্র প্রার্থী।এছাড়া সাধারণ সদস্য পদে ২২০ জন এবং সংরক্ষিত পদে ৭৪ জনকে উৎসব মুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত উপজেলার রিটার্নিং কর্মকর্তারা চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক তুলে দেন। প্রতীক হাতে পাওয়ার পর শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। প্রার্থীরা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নেমে পরেছেন ভোটের প্রচারে।কেউ কেউ পোস্টার বিভিন্ন জায়গায় লাগিয়ে ফেলেছেন।
উপজেলার রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা যায় , ১ নং আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মোকছেদুল গণি রাব্বু শাহ্ নৌকা মার্কা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহেদা খাতুন লাঙ্গল মার্কা, বর্তমান ইউপি চেয়ারম্যান এ্যাড. আ স ম আতাউর রহমান চশমা মার্কা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান আনারস মার্কা ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আ স ম গোলাম কিবরিয়া জেহাদ মোটরসাইকেল মার্কা প্রতীক বরাদ্দ পান।
২ নং ভেড়ভেড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বজলুর রশিদ লাঙ্গল মার্কা, স্বতন্ত্র প্রার্থী রিয়াজুল ইসলাম বাবুল টেলিফোন মার্কা, দয়াল চন্দ্র রায় ঢোল মার্কা, মেহরাজুল হক সুফী চশমা মার্কা, বিপ্লব কুমার সিংহ আনারস মার্কা, মনছুর আলী টেবিল ফ্যান মার্কা, নুরল হক সরকার ঘোড়া মার্কা ও এনামুল হক মোটরসাইকেল মার্কা প্রতীক বরাদ্দ পান।সেই ইউনিয়নে ঋন খেলাপীর কারনে উপজেলা থেকে নৌকা মার্কার প্রার্থী বাতিল রয়েছেন।
৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্ নৌকা মার্কা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আঃ জব্বার শাহ্ আনারস মার্কা, আবুল কালাম আজাদ ঘোড়া মার্কা ও শাহ্ মোঃ জামাল উদ্দিন মোটরসাইকেল মার্কা প্রতীক বরাদ্দ পান।
৪ নং খামারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু নৌকা মার্কা, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার অটোরিকসা মার্কা, রাশেদ মিলন আনারস মার্কা, আবু বক্কর সিদ্দিক চৌধুরী মোটরসাইকেল মার্কা, আবু বক্কর সিদ্দিক টেলিফোন মার্কা ও শ্রী গোবিন্দ চন্দ্র রায় চশমা মার্কা প্রতীক বরাদ্দ পান।
৫ নং ভাবকি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম নৌকা মার্কা, স্বতন্ত্র প্রার্থী রবিউল আলম তুহিন আনারস মার্কা ও খাইরুন নাহার আশা মোটরসাইকেল মার্কা প্রতীক বরাদ্দ পান।
৬ নং গোয়ালডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ আইনুল হক শাহ্ নৌকা মার্কা, স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন চশমা মার্কা, আঃ রহমান ইফতি মোটরসাইকেল মার্কা, রফিকুল ইসলাম রিকো আনারস মার্কা, নুরল হক অটোরিকশা মার্কা, আব্বাস আরেফিন শাহ্ ঘোড়া মার্কা ও রমজান আলী টেলিফোন মার্কা প্রতীক বরাদ্দ পান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিকরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে উপজেলার ৬টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।