পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় চতুর্থ ধাপে চাকামইয়া, টিয়াখালী ও নীলগঞ্জ ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃংখলা ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০’টায় কলাপাড়া উপজেলা হলরুমে এ মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ এর সঞ্চালনায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া’র সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া থানা’র অফিসার ইনর্চাজ(ওসি) মো. জসিম।
উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ সকল চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের সামনে নির্বাচনী আচারন বিধি মৌখিক ভাবে পাঠ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কলাপাড়া’র গণমাধ্যম কর্মীরা।