মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নে মুক্তিযোদ্ধার জমি জোড়পূর্বক দখলের জন্য তাঁর ব্যবসায় বারবার বাঁধা,হুমকি।
জানা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের নকিবেরকান্দী মৌজায় সি,এস/এস,এ ৪০,আর,এস খতিয়ান ২৩ আর,এস ৪৭ নং দাগে ১৮ শতাংশের অন্দরে ৬.৩৯শতাংশ জমি মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের তরফ থেকে লীজ পেয়ে অন্যান্য ক্রয়কৃত জমির সাথে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন বীর মুক্তিযোদ্ধা মোঃওয়াহিদুজ্জামান (নাঈম),যার চৌহদ্দি উত্তরে নিজ,পশ্চিমে নিজ,দক্ষিণে অন্য দাগ পূর্বে অন্য দাগ।যেখানে তিনি ইট,বালু,পাথর এর করে আসছেন কিন্ত দীর্ঘদিন যাবৎই প্বার্শবর্তী জৈনিক লুৎফিয়াল কায়েদ পিতা-জয়নাল আবেদীন মুক্তিযোদ্ধার লীজকৃত উক্ত ৬.৩৯ শতাংশ ভূমি দখল করার জন্য বিভিন্ন ভাবে হুমকি ধামকী প্রদান,ইট,বালু,পাথর লোড-আনলোডে বাঁধা প্রদান,মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে।স্থানীয় ভাবে এ বিষয়ে একাধিকবার মীমাংসার জন্য বসা হলেও তিনি উপ স্থিত থাকেন না,তিনি এই জমি যে কোন মূল্যে ক্রয় করার জন্য বর্তমানে উঠে পড়ে লেগেছে।এ বিষয়ে মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নাঈম জানান,এই মুহুর্তে আমি মানসিক ও শাররীক ভাবে বিপর্যস্ত,আমাকে বারবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে।এ বিষয়ে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।