আজ মঙ্গলবার ৭ ডিসেম্বর ভোর ৫ টায় নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় মা হোটেল এন্ড রেস্টুরেন্টে থেকে ১কেজি গাজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বিষয়টি মেইলে বার্তা দিয়ে নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
অভিযানে আটককৃতরা হল,বরিশাল জেলার বন্দর থানাধীন চন্দ্রমোহন এলাকার মৃতঃ আলম বেপারীর ছেলে মোঃ আরিফুর রহমান বেপারী (২৯) এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দেওভোগ পশ্চিম নগরের মৃত -দেলোয়ার শেখ এর ছেলে সবুজ শেখ (২৮)।
এ সময় আটককৃতদের কাছ থেকে মাদকদ্রব্য বিক্রয় কাজে ব্যবহৃত দুটি মোবাইলফোন জব্দ করা হয়। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বার্তা মেইলে।