নাইম ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি::
নাটোরের গুরুদাসপুর উপজেলার ১নং নাজিরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডবাসীর সেবা করতে চান উপজেলার নাজিরপুর ইউনিয়নের মেম্বর প্রার্থী আক্কাছ আলী সরদার। ইউপি নির্বাচনে নির্বাচিত হলে সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করবেন তিনি। এক সাক্ষাৎকারে আক্কাছ সরদার বলেন এই ৭নং ওয়ার্ডের জনগণের জন্য নাগরিক সেবা নিশ্চিত করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কথা বলেন।
নির্বাচনের ১ মাস বাকী থাকলেও প্রতিটি গ্রামে পাড়ায় মহল্লায় প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। মেম্বার প্রার্থী ঘোষনা দিয়ে এই নেতা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
আগামী ৫ই জানুয়ারী অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এলাকার সব ভোটার যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নির্বাচন কমিশনের (ইসি) কাছে এই প্রত্যাশা মেম্বার প্রার্থী আক্কাছ সরদার করেন। আগামী দিনে এলাকার সর্ব স্তরের মানুষের সেবক হিসেবে কাজ করতে চান। সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এই প্রার্থী। ভোটারদের সাড়াও পাচ্ছেন ব্যাপক।
আক্কাছ সরদার ৭নং ওয়ার্ডবাসীর স্বার্থে বেশ কিছু অঙ্গীকার সামনে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নির্বাচিত হলে নাজিরপুর ইউনিয়নের একটি মডেল আধুনিক ওয়ার্ড গড়ে তোলার স্বপ্ন তার।