এ,জেড,এম উজ্জ্বল ; পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে খননকাজে নিয়োজিত একটি বিদেশি জাহাজ ডুবে গেছে। সোমবার ৬ ডিসেম্বর সকালে জানডিনুল বিদেশি (বেলজিয়াম) সংস্থার এক্সপ্রেস-৫৪ সার্ভে জাহাজের তলা ছিদ্র হয়ে ডুবে যায়।
হারবার মাস্টার ক্যাপ্টেন এসএম শরিফুর রহমান জানান, বন্দরের চ্যানেল খনন কাজের সার্ভে চলাকালে জাহাজটির মেশিন রুমের পাশে একটি ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে জাহাজের ক্রুরা রাবনাবাদ চ্যানেলে মাছ ধরার ট্রলারের সাহায্যে নিরাপদে উঠে আসেন।
তিনি বলেন, বন্দরের ফেয়ার বয়া থেকে আনুমানিক সাত নটিক্যাল দূরত্বে রাবনাবাদ চ্যানেলের ইনার সাইটে সার্ভে জাহাজটি ডুবে যায়। তবে জাহাজে ১০ জন ইন্দোনেশিয়ান ক্রু ও দুজন বাংলাদেশি নিরাপদ স্থানে চলে আসেন।
উদ্ধারকৃত ইন্দোনেশিয়ান ক্রুরা হচ্ছেন মাস্টার আরহাম আব্দুল রহিম, চিফ অফিসার মোহামাদ রিজাল, সেকেন্ড অফিসার দারমাওয়ান, চিফ ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুর, সেকেন্ড ইঞ্জিনিয়ার ট্রাই ইয়ান্টো, অয়েলার (১), রহমত ফাদিল্লা, এবি (১), অডি খ্রিস্টিয়ান, এবি (২), রুদি রহমান, অয়েলার (২), মুহাম্মদ আগাম ফায়েজ জুলফা, কুক জোজুয়া এনজেলবার্ট, সার্ভেয়ার সাইদুজ্জামান ইমন ও এমডি সোহানুজ্জামান সুমন।