মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:
ঝালকাঠি জেলায় ঘূর্নিঝড় জাওয়াদ দুর্বল হয়ে নিম্মচাপ আকারে গত ৩ দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে তবে রবিবার দিবাগত রাতে প্রায় ৩ ঘন্টা তুলনামূলক ভারি বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে জেলায় স্থানীয় জাতের ৩৬ হাজার ৪১৮ হেক্টর জমির পাকা ধান ক্ষেতে শুয়ে পরেছে। জেলায় এ বছর ৪৮ হাজার হেক্টরে আমন আবাদ হয়েছে।
এর মধ্যে ১১ হাজার ৫৮২ হেক্টরে আবাদ হওয়া উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ ইতিমধ্যেই কর্তন করে কৃষকরা মাঠ থেকে ধান বাড়িতে তুলে নিতে পেরেছেন। এই অকাল বৃষ্টিপাতের ফলে কৃষি বিভাগের পক্ষথেকে কোন ক্ষতির সম্ভবনা নেই বলে জানানো হয়েছে।
এই মৌসুমে রবি ফসলের আওতায় খেসারী ডাল, মুসুর ডাল, শীতকালিন শাক-সবজি আলু, মিষ্টি আলু, মরিচ, চিনা বাদাম ও গম চাষের জন্য কৃষকরা মাঠ প্রস্তুত করে বীজ ফেলেছে। জাওয়াদ এর প্রভাবে অনাকাঙ্খিত বৃষ্টিপাতে এপর্যন্ত এই সকল ফসলের চাষ হওয়া ১২ হাজার ১৪৭ হেক্টরের আবাদের মধ্যে ৮ হাজার ৯৭ হেক্টরে আবাদ আক্রান্ত হয়েছে। আক্রান্ত এই ফসলের কত ভাগ ক্ষতিগ্রস্থ হবে তা আবহওয়া ভলো হওয়ার পরেই নিরুপন করা যাবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক মোঃ ফজলুল হক।
কৃষিবিভাগ সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলায় এই বৈরি আবহাওয়া পূর্ব পর্যন্ত চলমান রবি ফসলের আওতায় ৭১৭১ হেক্টর খেসারি ডাল আবাদের মধ্যে ৫৭৩৬ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। সরিষা ৩৯০ হেক্টর চাষের মধ্যে ১৯৫ হেক্টর, শীতকালিন সবজি ৩৮৫১ হেক্টরের মধ্যে ১৯২৫ হেক্টর, মুসুর ডাল ১৪৫ হেক্টরের মধ্যে ৭২ হেক্টর, আলু ৯৫ হেক্টরের মধ্যে ১৯ হেক্টর, মিষ্টি আলু ১৪৭ হেক্টরের মধ্যে ২৮ হেক্টর, মরিচ ৩০২ হেক্টরের মধ্যে ৯০ হেক্টর, চিনা বাদাম ১০ হেক্টরের মধ্যে ৫ হেক্টর ও গম ২৬ হেক্টরের মধ্যে ২৬ হেক্টরই আক্রান্ত হয়েছে।