স্টাফ রিপোর্টার গাইবান্ধা
মোঃ হারুন মিয়া
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ডাকাতি মামলার আসামি সাদা মিয়ার (৫০) রক্তাক্ত লাশ পড়ে ছিল সেতুর নিচে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের একটি সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, নিহত সাদা মিয়া ডাকাতি মামলার একজন আসামি। দেড়-দুই মাস আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। আজ সকালে স্থানীয় লোকজন গ্রামের একটি সেতুর নিচে সাদা মিয়ার রক্তাক্ত লাশ দেখে থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, রাতে কে বা কারা সাদা মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ সেতুর নিচে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো কেউ অভিযোগ করেননি।