ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা কতৃক গণসাক্ষরতা অভিযান পরিচালিত হয়েছে। ৬ ডিসেম্বর জয়নুল আবেদীন পার্ক এ গণসাক্ষরতা অভিযান
পরিচালিত হয়।।
গণসাক্ষরতা অভিযান শুভ উদ্বোধন করেন ইউসুফ খান পাঠান জেলা পরিষদ চেয়ারম্যান, ময়মনসিংহ। প্রধান অতিথি হিসেবে ছিলেন, নুরুল আমিন কালাম , সাধারণ সম্পাদক জেলা নাগরিক আন্দোলন ময়মনসিংহ, অতিথি হিসেবে ছিলেন, কাজী আজাদ জাহান শামীম, গবেষক শিক্ষক স্বপন ধর , অধ্যক্ষ শাহাবুদ্দিন, আব্দুল কাদের চৌধুরী মান্না, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহবত আলী, বেলার নেটওয়ার্ক মেম্বার এনামুল হক, ফিল্ড কো অর্ডিনেটর ব্রাকঅফিসার আব্দুল্লাহ আল মামুন,আবুল মনসুর। স্বাগত বক্তব্য রাখেন বেলা এর বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ।