ময়মনসিংহ বিভাগীয় পুলিশ রেন্জ ফুটবল টুর্নামেন্টে নেত্রকোণা জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে। গত শনিবার বিকেলে ময়মনসিংহ পুলিশ লাইন মাঠে পুলিশ রেন্জ ফুটবল টুর্নামেন্ট -২০২১এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় খেলাটি ট্রাই বেকারে গড়ায়।
ট্রাইবেকারে ময়মনসিংহ জেলা পুলিশ টিমকে পরাজিত করে নেত্রকোণা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় পুলিশ রেন্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ।
এ সময় অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ পুলিশ বিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চূড়ান্তপর্বের খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন নেত্রকোণা জেলা পুলিশ ফুটবল দলের অধিনায়ক খন্দকার শাকের আহমেদ।