মাছ ধরার নৌকার ইঞ্জিন বিকল হয়ে তিন দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার (৫ ডিসেম্বের) রাত ৯টার দিকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের ১৫ কি.মি. পূর্বদিক থেকে তাদের উদ্ধার করে ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর ১৩ জন জেলেসহ একটি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়।
এক পর্যায়ে আকস্মিকভাবে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ অবস্থায় গত ৫ দিন তারা সমুদ্রে ভাসতে থাকে।
খবর পেয়ে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের কোস্টগার্ডের একটি দল সমুদ্রে অনুসন্ধান চালিয়ে বোটে থাকা জেলেদের উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা মো. শাওন।
তিনি বলেন, জেলেরা এখন সুস্থ আছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। এখনো উদ্ধারকৃত জেলেরা এবং কোস্টগার্ডের সদস্যরা ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে এসে পৌঁছায়নি।
তারা এসে পৌঁছালে পরে এ বিষয়ে আরো বিস্তারিত জানাজাবে।