শিমুল হাসান, স্টাফ রিপোর্টারঃ
আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কাশিমিলা গ্রামে পর পর ৩দিনে ৩টি খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার একই এলাকায় পর পর ৩দিনে ৩টি খড়ের পালায় আনুমানিক রাত ৮টার দিকে আগুনের ঘটনা ঘটে। এতে কোনো রকমের হতাহতের ঘটনা না ঘটলেও এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে কাশিমিলা গ্রামের মেম্বার মোহাম্মদ আব্দুল মামুন বলেন, খড়ের পালায় আগুন লাগাটা কেউ ইচ্ছাকৃত ভাবে করতে পারে। খড়ের পালায় আগুন লাগানোর সময় একজনকে দেখা গিয়েছিল কিন্তু অন্ধকারের জন্য তাকে চেনা যায় নাই। এলাকাবাসী তাড়া করলেও সে পালিয়ে যায়।
এ বিষয়ে আদমদীঘি থানার এস আই প্রদিপ কুমার সাংবাদিকদের বলেন, থানায় এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায় নাই অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।