বাবু শংকর রায়, স্টাফ রিপোর্টার নেত্রকোনা
নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার বারহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের কৃষক আব্দুল ওহাবের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সামনে আজ দুপুরে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী, স্থানীয়দের মধ্যে মো.জহিরুল ইসলাম, আব্দুল হান্নান, আবুল বাশার সহ অন্যরা।
বক্তারা অবিলম্বে হত্যাকান্ডের মূল হোতাসহ দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। এ সময় শতাধিক এলাকার সাধারণ মানুষ সহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।