�প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি�
সারা দেশে বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিনিধি স্থান খালি থাকা সাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেয়া হবে।
�আপনি কি উদ্যমী? পরিশ্রমী ও অনুসন্ধানী? দেশের স্বার্থে,দেশের মানুষের স্বার্থে কাজ করে দেশ প্রেমে ব্রতী হতে চান? তাহলে আপনাকেই খুঁজছে www.swadeshkonthoprotidin.com/(স্বদেশ কন্ঠ প্রতিদিন )
�ব্যক্তিগত যোগ্যতাঃ আপনাকে অবশ্যই সৃজনশীল,সৎ সাহসী ও চরিত্রবান হতে হবে।জীবিকা নির্বাহের তাগিদে যে কোন কাজের পাশাপাশি এই সম্মানি ও মহৎ পেশাটিকে বেছে নিতে পারেন।
�শিক্ষাগত যোগ্যতাঃ সর্বনিম্ন এইচএসসি (পাস) হতে হবে। অভিজ্ঞতা থাকলে শিথিলযোগ্য।
�বয়সসীমাঃ ১৮ থেকে যে কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছাত্র/ছাত্রী ও যে কোন প্রেসক্লাবের সদস্য বা সাংবাদিক সংগঠনের সাথে থাকলে অগ্রাধিকার দেওয়া হইবে।
�সুবিধা সমূহঃswadeshkonthoprotidin.com(স্বদেশ কন্ঠ প্রতিদিন)এর নিয়োগপ্রাপ্ত দেওয়া হবে প্রথমত কোন বেতন/ভাতা প্রদান করা হবে না। কিন্তু কাজের দক্ষতা ভিত্তি করে সম্মানীয় দেওয়া হবে। সৃজনশীলতায় পারদর্শী সংবাদদাতাদের সম্মানী ও সংবাদ সংগ্রহের সুবিধার্থে
swadeshkonthoprotidin.com(স্বদেশ কন্ঠ প্রতিদিন)এর পরিচয়পত্র/আইডি কার্ড, মোবাইল লগো স্টিকার, গাড়ি লগো স্টিকার, সহ , বিভিন্ন সুযোগ-সুবিধা প্রধান করা হইবে।
�আগ্রহীরা দ্রুত ভোটার আইডি কার্ড, ছবিসহ জীবনবৃত্তান্ত/ শিক্ষাগত যোগ্যতার সনদ এই ই-মেইলেঃ অথবা ম্যাসেজের মাধ্যমে পাঠানোর জন্য আহ্বান করা হইল।
ধন্যবাদ
স্বদেশ কন্ঠ প্রতিদিন
সম্পাদক ও প্রকাশক
সিভি পাঠাতে
যোগাযোগ: swadeshkonthoprotidin@gmail.com
সম্পাদক: 01720428749
আমাদের সাইট গুলো ভিজিট করুন-
web:-swadeshkonthoprotidin.com
Page/Facebook.com/স্বদেশ কন্ঠ প্রতিদিন