জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি।
বরিশাল পুলিশ লাইন্সে বিএমপি’তে কর্মরত পুলিশের নায়েক, কনস্টবল পদের সদস্যদের সপ্তাহব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্স এর চতুর্থ ব্যাচের শুভ উদ্বোধন করেন, বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার হেডকোয়ার্টার্স জনাব প্রলয় চিসিম আজ শনিবার ৪ ডিসেম্বর সকাল ১১ টায়
এ সময় তিনি বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সকল পদ-পদবীর পুলিশ সদস্যরাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাধ্যতামূলক এ কোর্সের চতুর্থ ব্যাচের শুভ উদ্বোধনকালে তিনি পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও পেশাদারিত্ব বজায় রেখে পুলিশি সেবা কে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডমিন/পিএমটি/ফোর্স) বিএমপি জনাব মােঃ রেজাউল করিম, পুলিশ পরিদর্শক নিরস্ত্র (ট্রেনিং এন্ড ওয়েলফেয়ার) জনাব জাহিদ বিন আলম সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ ও প্রশিক্ষণার্থীগন।