বগুড়া র্যাব-১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর ও কাহালু থানা এলকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট হেফাজতে রাখিয়া অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ০২ ডিসেম্বর ২০২১ ইং তারিখ ১৯৩০ ঘটিকায় বগুড়া জেলার কাহালু থানাধীন আড়োলা বাজারস্থ ধৃত আসামী মোঃ হাসান আলী (২৩), পিতা-মোঃ আমজাদ হোসেন, সাংঃ আড়োলা, থানা-কাহালু, জেলা-বগুড়া এর ওষধের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ হাসান আলী (২৩), পিতা-মোঃ আমজাদ হোসেন, সাংঃ আড়োলা, থানা-কাহালু, জেলা-বগুড়া’কে মোট ২৭৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোবাইলসহ গ্রেফতার করে। অপর একটি আভিযানিক দল ০২ ডিসেম্বর ২০২১ ইং তারিখ ২১৪০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন কলোনীস্থ ইউনাইটে জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সাইদ হাসান (৫০), পিতা-মৃত আঃ কুদ্দুস, সাং-লতিফপুর কলোনী, থানা ও জেলা-বগুড়াকে মোট ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোবাইলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর ও কাহালু থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে র্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ সোহরাব হোসেন জানান র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।