বগুড়া আদমদীঘিতে চোরাই ৩টি গরু মাত্র ১০ ঘন্টার ব্যবধানে উদ্ধার ও দুইজন গরুচোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১ ডিসেম্বর বুধবার রাত ৮টায় আদমদীঘি থানা পুলিশ শিবগঞ্জের মহাস্থান হাটে চোরাই গরু বিক্রি কালে উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বগুড়া সদরের বড় টেংড়া গ্রামের ছায়েদ আলীর ছেলে জামিল উদ্দিন (৪৫) ও একই গ্রামের তজমুলের ছেলে মোফাজ্জল হোসেন মোফা (৫০)। আদমদীঘি থানা পুলিশ জানায়, গত ৩০ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে আদমদীঘির শিবপুর গ্রামের কৃষক মনির সাখিদারের গোয়াল ঘর থেকে বিদেশী জাতের দেড় লাখ টাকা মূল্যের গাভীসহ তিনটি গরু চুরি যায়। এ ঘটনায় পরদিন বুধবার বিকেল ৪টায় আদমদীঘি থানায় গরু চুরি সংক্রান্ত একটি মামলা হয়। এদিকে গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ-পরিদর্শক আবু হাসান ফোর্সসহ গত বুধবার রাত ৮টায় বগুড়ার শিবগঞ্জের মহাস্থান হাটে অভিযান চালিয়ে চুরি ঘটনার মাত্র ১০ ঘন্টার ব্যবধানে চোরাই ওই তিন গরু বিক্রি কালে উল্লেখিত দুই চোরকে গরুসহ হাতেনাতে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।