বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধিতা সংক্রান্ত স্থায়ী কমিটির আয়োজনে ২ ডিসেম্বর ২০২১ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বেতাগ ইউনিয়ন পরিষদ চত্বরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২১ উপলক্ষে প্রতিবন্ধী সমাবেশ ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিবন্ধিতা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী।
বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগী ও সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধিতা সংক্রান্ত স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দ, বেতাগা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকবৃন্দ, বেতাগা ইউনিয়ন পরিষদের সচিব এসএম দাউদ আলী, বেতাগা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য বৃন্দ ও প্রতিবন্ধী ব্যক্তি সহ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে নতুন তালিকাভুক্ত প্রতিবন্ধীদের মাঝে প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়।