বাংলাদেশে মানবতার সেবায় এগিয়ে যাচ্ছে সোনার বাংলা অনলাইন রেন্ট এ কার।
রাজধানীর উত্তরা থেকে যাত্রা শুরু করে দেশ হতে দেশান্তরে। টেকনাফ থেকে তেতুলিয়া সুরমা থেকে পাথুরিয়া এগিয়ে যাচ্ছে সোনার ছেলেদের নিয়ে সোনার বাংলা অনলাইন রেন্ট-এ-কার। সুধু গ্রুপ নয় এটা একটা পরিবার। এ পরিবারের ভালোবাসা নিয়ে বাংলাদেশের সকল জেলায় এগিয়ে যাচ্ছে সোনার ছেলেদের মাধ্যমে। সোনার বাংলা অনলাইন রেন্ট-এ-কার এর প্রতিষ্ঠাতা, মোহাম্মদ ইদ্রিস মোল্লা। স্বদেশকন্ঠের প্রতিনিধিকে জানান।সোনার বাংলা অনলাইন রেন্ট এ কার। কোন অর্থের বিনিময় নয় এটা সোনার ছেলেদের ভালোবাসার মাধ্যমে এগিয়ে যাবে মানবতার কল্যাণে । বাংলাদেশের যেকোন জেলায় যদি আপনার ইমারজেন্সি রক্ত লাগে। যে কোন গ্রুপের রক্তের জন্য এখানে ভয়েস দিতে পারবেন। আমাদের সদস্য আপনার সেবায় নিয়োজিত থাকবে। স্বপ্নের সোনার বাংলা অনলাইন রেন্ট এ কার। গ্রুপের সদস্য হলে আপনার গাড়ি বাংলাদেশের যে কোন জেলায় রোডে দুর্ঘটনার কবলে আপনি শুধু একটা ভয়েজ দিবেন। সোনার বাংলা অনলাইন রেন্ট এ কার এর সদস্য আপনার সেবায় নিয়োজিত থাকবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিবেন। সিটবেল্ট বেধে গাড়ি চালাবেন নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সোনার বাংলা অনলাইন রেন্ট-এ-কারের আছে বিনোদন সহ অন্যান্য হাসি-আনন্দ। একজনের প্রতি আরেক জনের ভালোবাসা ও আন্তরিকতা। সোনার বাংলা অনলাইন রেন্ট-এ-কার এগিয়ে যাবে মানবতার কল্যাণে ও মানবতার সেবায়। দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। এগিয়ে যাবে সোনার বাংলা অনলাইন রেন্ট এ কার এগিয়ে যাবে বাংলাদেশ। মানবতার ফেরিওয়ালা হিসেবে সুপরিচিত লাভ করবেন সোনার বাংলা অনলাইন রেন্ট এ কার গ্রুপ।