বাংলাদেশের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে ঝালকাঠি জেলা প্রথম অবস্থানে রয়েছে। করোনা রেজিষ্টেশনের সংখ্যার চেয়ে ভ্যাকসিন বেশি প্রদান করা হয়েছে। এই হার বাংলাদেশের মধ্যে ঝালকাঠি জেলা ১০১.৬% অর্জন করেছে। ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী ও সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এই তথ্য নিশ্চত করেছেন।
ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২ লক্ষ ৬৭ হাজার ৪৪৯ জন প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন এবং দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন ১ লক্ষ ৭৫ হাজার ৭৬ জন। ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে নারীরা এগিয়ে রয়েছে। প্রথম ডোজের ১ লক্ষ ৩২ হাজার ৯৪৪ জন নারী ও ১ লক্ষ ১২ হাজার ৮৪২ জন পুরুষ সিনোফার্ম ভ্যাকসিন নিয়েছে।
দ্বিতীয় ডোজের ক্ষেত্রে ৯২ হাজার ৪৭ জন নারী ও ৮২ হাজার ৯৯৯ জন পুরুষ একই ভ্যাকসিন গ্রহন করেছে।
ফাইজারের ভ্যাকসিন নিয়েছেন ২১ হাজার ৮৬৩ জন এর ২য় ডোজ নিয়েছেন ৪ হাজার ৩জন। এদের মধ্যে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ১১ হাজার ৬৫৬ জন নারী ও ১০ হাজার ২০৭জন পুরুষ ফইজার টিকা গ্রহণ করেন।
এইচ.এস.সি পরীক্ষর্থীদের মধ্যে ৫ হাজার ৮৩৬ জনকে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে। বর্তমানে ১ লক্ষ ৬৬ হাজার ৭৩৮টি সিনো ফার্ম ও ১৮হাজার ৪১৪টি ফাইজার টিকা মজুদ রয়েছে।