মোঃ ইকবাল মোরশেদ ;; স্টাফ রিপোর্টার।
আজ লাকসাম দৈনিক নতুন বাজারে ১ ডিসেম্বর রোজ(বুধবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম সাইফুল আলম ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে,
খুব গোপন সুএে খবর পেয়ে লাকসাম দৌলতগঞ্জ নতুন বাজারের মাংস ব্যবসায়ী বিল্লালের মাংস দোকানে অভিযান চালিয়ে,
ফ্রিজে রক্ষিত একটি মৃত গরুর পরিমাণে অনেক গুলো মাংস জব্দ করেছে উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম।
এসময় মাংস ব্যবসায়ী বিল্লালকে দোকানে না পেয়ে কর্মচারী আবদুল জলিলকে পাঁচ হাজার জরিমানা করে দোকান সিলগালা করে দেয়া হয়।
দোকান মালিক বিল্লাল ও কর্মচারী আবদুল জলিলের বাড়ি পৌর এলাকার ভোজপাড়া গ্রামের বাসিন্দা বলে জানাযায়।
এ ঘটনায় লাকসামে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এবং জব্দকৃত মাংস গুলি কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে পরানো হয়,
এবং উপস্থিত আশপাশের সকল দোকানদারকে ম্যাজিস্ট্রেট এবং পৌরসভার প্রধান কর্মকর্তাকে লিলুফার ইয়াসমিন সবাইকে সাবধান করে দেন যাতে পুনরায় ধরনের ঘটনা না ঘটে।