হবিগঞ্জের চুনারুঘাট উত্তর বাজার হাজী মাহমুদ হোসাইন জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে প্রবাসীদের এক অনাড়ম্বর সংবধর্না অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (৩০ নভেম্বর) মঙ্গলবার মাদ্রাসা হল রুমে মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব আরজু মিয়া মাস্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসা সুপার মাওলানা শেখ রায়হান আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা মুখলেছুর রহমান,সাবেক প্রিন্সিপাল ও মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী আলহাজ্ব ইদ্রিস আলী,মাদ্রাসা সহ সুপার মোঃ শরীফুল ইসলাম,চুনারুঘাট ব্যবসায়ী কল্যান সমিতি (ব্যকস) যুগ্ন সম্পাদক মোঃ সায়েব আলী, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান,মাদ্রসা সহকারী শিক্ষক ও সাংবাদিক মোঃ আবদুল আহাদ,
সাংবাদিক মাসুদ আলম প্রমূখ। সভায় মাদ্সার সার্বিক উন্নয়ন সহ বক্তাগন বিভিন্ন নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। মাদ্রাসার নবাগত সুপার শেখ রায়হান আহমদের ভূয়সী প্রশংসা করে বক্তাগন বলেন দেরীতে হলে ও মাদ্রাসায় একজন দক্ষ সুপার নিয়োগ দেয়া সম্ভব হয়েছে। সুপার রায়হান আহমদের শ্রম ও কর্ম দক্ষতার মাধ্যমে মাদ্রাসাটি শীঘ্রই শিক্ষা ধারার মান আরো এগিয়ে নিয়ে মাদ্রাসার সুনাম সু-প্রতিষ্ঠিত হবে এমন শুভ প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা পর্ব শেষে চারজন রেমিট্যান্স যুদ্ধা প্রবাসীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। তারা হলেন সাংবাদিক মিজানুর রহমান, সাহিদুল ইসলাম বাবুল, কামরুল ইসলাম ও মোঃ লুৎফর রহমান।